ইনসাইড গ্রাউন্ড

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সাকিব-তামিমরা


প্রকাশ: 15/08/2022


Thumbnail

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে পরিকল্পিত ও নির্মমভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর থেকে প্রতি বছর দিনটিকে পালন করা হয় জাতীয় শোক দিবস হিসেবে। দেশজুড়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে গভীওর শ্রদ্ধায় স্মরণ করা হয় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবকে ও তার শহীদ পরিবারকে। 

দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে গোটা দেশ স্মরণ করছে বঙ্গবন্ধু ও তার পরিবারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররাও ব্যতিক্রম নন। দুই অধিনায়ক সাকিব আল হাসান আর তামিম ইকবাল, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আর অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজ থেকে বার্তা দিয়েছেন বঙ্গবন্ধুকে স্মরণ করে।

সাকিব আল হাসানের ফেসবুক পাতায় বলা হয়েছে, ‘এই দিনে পৃথিবী হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যেন আমরা সবাই সগর্বে বলতে পারি যে এই দেশটি আমার। জাতীয় শোক দিবসে সমগ্র জাতির সাথে আমরাও সমবেদনা প্রকাশ করছি।’

তামিম ইকবাল বলেছেন, ‘বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের অন্যান্য শহীদদের।’

মুশফিকের ভাষায়, ‘জাতির পিতা আমাদের জন্য যা করেছেন, তা আমরা কখনো ভুলব না, আমরা শোকাহত।’ এরপর মিরাজ লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিশে আছেন আমাদের অনুভূতি ও অন্তরাত্মায়। জাতীয় শোক দিবসে এই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা। বাঙালির মৃত্যুঞ্জয়ী চেতনায় বেঁচে আছেন তিনি, এবং বেঁচে রবেন...’

এদিকে দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে বিসিবি। জানা যায়, শোক দিবস উপলক্ষ্যে মিরপুর স্টেডিয়ামে ৪, ০০০ দুস্থদের জন্য আয়োজন করা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭