ইনসাইড গ্রাউন্ড

ম্যাচ ড্র হলেও লাল কার্ড দেখলেন চেলসি ও টটেনহ্যাম কোচ


প্রকাশ: 15/08/2022


Thumbnail

এমনিতেই লন্ডন ডার্বি। তার উপর দুই দলের দুই কোচের নাম যথাক্রমে টমাস টুখেল ও আন্তোনিও কন্তে। চেলসি ও টটেনহ্যামের এই ম্যাচে যে উত্তাপ ছড়াবে স্বাভাবিকভাবেই সেটা জানা ছিল। কিন্তু মাঠে গতকালয আ হয়েছে তা হয়তো এর আগে কেও ভাবেনি।

মাঠের ৯০ মিনিটে যতটা না উত্তাপ ছড়িয়েছে তার চেয়ে বেশি ছড়িয়েছে ডাগআউটে। ম্যাচে চলাকালীন সময়েই বেশ কয়েজবার বাক-বিতন্ডা ও একে অপরের প্রতি আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে তেড়ে এসেছেন চেলসি কোচ টুখেল ও টটেনহ্যাম কোচ কন্তে। প্রায় হাতাহাতিও করেছেন। অবশেষে ২-২ গোলে ম্যাচ ড্র হলে সৌজন্যমূলক করমর্দন করতে গিয়ে আবারও ঝামেলায় জড়িয়েছেন দুইজনে। ফলে দু’জনকেই লাল কার্ড দেখিয়েছেন ম্যাচ রেফারি। 

লন্ডন ডার্বির শুরু থেকেই উত্তেজনায় টগবগ করছিলেন দুই দলের খেলোয়াড়রা। আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৯তম মিনিটে প্রথম গোল পায় চেলসি।

বিপক্ষের ডি বক্সে জটলার মধ্যে ফাঁকায় বল পেয়ে যান চেলসি ডিফেন্ডার কালিদু কুলিবালি। শুন্যে ভাসা বল দারুণ এক ভলিতে পাঠিয়ে দেন টটেনহ্যামের জালে।

সম্পূর্ণ প্রথমার্ধ জুড়ে দাপট দেখিয়েছে চেলসি। সেই তুলনায় একটু অগোছালো ফুটবল খেলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্পার্সরা। 

দ্বিতীয়ার্ধে ছন্দ খুঁজে পায় কন্ত্যের শিষ্যরা। আক্রমণের ধার বাড়াতে থাকে ধীরে ধীরে। এভাবে যেতে যেতে ম্যাচের ৬৮তম মিনিটে সমতায় ফেরে তারা। নিজেদের বক্সে চেলসির জর্জিনিয়ো বল ক্লিয়ার করতে না পারলে বল পেয়ে যান টটেনহ্যামের বেন ডেভিস। তার পাস থেকে লক্ষ্যভেদ করেন পিয়ের-এমিল হইবিয়ার। 

এর আগে একটি ফাউলের আবেদন করেছিলেন চেলসির ফুটবলাররা, সেটা নিয়েই ডাগআউটে উত্তেজনা শুরু হয়। এরপর ম্যাচে সমতায় ফিরলে টটেনহ্যাম কোচ কন্তে উদযাপন করতে গিয়েই ক্ষেপে ওঠেন চেলসি কোচ টুখেলের উপর। বাকিরা দ্রুত তাদের সরিয়ে নেওয়ায় তখন কিছু ঘটেনি। সে যাত্রায় দু’জনকেই হলুদ কার্ড দেখান রেফারি। 

আট মিনিটের ব্যবধানে আবারও লিড পায় চেলসি। ফাঁকায় বল পেয়ে চেলসি মিডফিল্ডার কন্তে পাস দেন স্টার্লিংকে। স্টার্লিংয়ে কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন রিস জিমস। এই গোলের পর টটেনহ্যাম কোচ কন্তের দিকে এগিয়ে যান টুখেল! যেন ডাগআউটেও প্রতিশোধ নিতে চান! 

এরপর সময় যত গড়িয়েছে টটেনহ্যাম তত পিছিয়ে পড়েছে। এক পর্যায়ে মোটামুটি সবাই নিশ্চিত ছিল এই ম্যাচে হার দেখতে হচ্ছে টটেনহ্যামকে। কিন্তু যোগ করা সময়ে ষষ্ট মিনিটে চেলসির জালে বল পাঠিয়ে স্পার্স শিবিরকে আনন্দে ভাসান হ্যারি কেন। 

এরপরই ঘটে আশ্চর্যজনক ঘটনা! রীতি অনুযায়ী সৌজন্যমূলক হাত মেলানোর সময়েও বিবাদে জড়িয়ে পড়েন টুখেল ও কন্তে। কেউই যেন হাত ছাড়তে চাইছিলেন না! এসময় দু’দলের একাধিক সদস্য এগিয়ে সে আলাদা করেন তাদের। রেফারি দু’জনকেই লাল কার্ড দেখান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭