ইনসাইড গ্রাউন্ড

সাফের আগে আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন সাবিনারা


প্রকাশ: 15/08/2022


Thumbnail

সাফ চ্যাম্পিয়নশিপের আগে নারী ফুটবল দলের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত বাফুফের আমন্ত্রণে সাড়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সব ঠিক থাকলে দুটি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে মধ্যপ্রাচ্যের দেশটি ।

বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘সংযুক্ত আরব আমিরাত আমাদের এখানে এসে দুটি ম্যাচ খেলতে মৌখিকভাবে সম্মতি দিয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ২৯ আগস্ট ও ১ সেপ্টেম্বর ম্যাচ দুটি হবে।’

দুটি ম্যাচই ঢাকাতেই হবে। মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করবো ম্যাচ দুটি বসুন্ধরা কিংস এরেনায় আয়োজনের। না হলে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।’

আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশীয় এই টুর্নামেন্ট খেলতে জাতীয় নারী ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপাল যাওয়ার কথা রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭