ইনসাইড গ্রাউন্ড

একাদশে রিয়াদের জায়গা হবে?


প্রকাশ: 15/08/2022


Thumbnail

আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কি না তা নিয়ে ছিলো অনেক অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ১৭ জনের স্কোয়াডে রাখা হয়েছে তাকে।

জিম্বাবুয়ে সফরের সময় বিশ্রামে থাকায় অধিনায়ক ছিলেন না। এবার এশিয়া কাপেই অধিনায়কত্ব থেকে বাদ পড়েছেন পুরোপুরি। অধিনায়ক তিনি নন, তার ওপর দলে মিডল-অর্ডার ব্যাটারও আছেন অনেকে। স্কোয়াডে থাকলেও একাদশে তার জায়গা হবে কিনা প্রসঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, একাদশে জায়গা আছে রিয়াদের। কারণ হিসেবে দেখছেন অভিজ্ঞতা।  

গণমাধ্যমের সাথে আলাপকালে সোমবার সুজন বলেছেন, ‘মাহমুদউল্লাহর জন্য জায়গা তো থাকবেই। অভিজ্ঞতা আছে, এই ফরম্যাটে অনেক ম্যাচ খেলেছে। আমার মনে হয় ১২০টার মতো ম্যাচ খেলেছে। অভিজ্ঞতা তো আছেই। ব্যাটার আমরা অনেককে নিয়েছি, আমি যেটা বারবার বলছি পজিশন ফিক্সড করার কথা বলছি না যে কে কোথায় ব্যাট করবে। রিয়াদকে হয়তো উপরে ব্যাট করতে হতে পারে, হয়তো সাত আটে করবে। আপনি জানেন না কোথায় করাবো।’

‘আমরা ওইভাবে বসিনি। যাওয়ার আগে ম্যাচ সিনারিওতে আমরা দুটি প্র্যাক্টিস করতে চাই। সবাইকে সবার দায়িত্বটা এবার বুঝিয়ে দেবো। আমাদের কী প্রত্যাশা, সেটাও স্পষ্ট করে বলা হবে। তাদের কাছে কী চাই। ১০৬-১০ স্ট্রাইক রেটে ব্যাট করে আপনি আন্তর্জাতিক ক্রিকেট জিততে পারবেন না। আপনার ১৪০-৫০ এ ব্যাট করতে হবে। আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেট অনুসরণ করেন, তাদের নাম্বার ৬-৭ কী স্ট্রাইক রেটে ব্যাট করে, টপ অর্ডাররা কততে ব্যাট করে।’

রিয়াদকে এশিয়া কাপের স্কোয়াডে রাখার ব্যাপারে সুজন বলেছেন, ‘সত্যি কথা বলতে আপনারা যেটা বললেন জায়গা দিয়েছেন। আমাদের হাতে কিন্তু এত খেলোয়াড় নেই। আপনি যদি এখন চান, দল বদল করে পারবেন না। আমি যেটা বললাম ইনজুরির একটা শঙ্কা আছে। অবশ্যই খেলোয়াড়দেরই তাদের খেলার ধরন বুঝতে হবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭