ইনসাইড বাংলাদেশ

রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভাবছে সরকার: পরিকল্পনামন্ত্রী


প্রকাশ: 16/08/2022


Thumbnail

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাশিয়া থেকে তেল কেনার বিষয় ভাবছে সরকার। মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী দাবি করেন দেশের পরিস্থিতি ভালো হচ্ছে। তিনি বলেন, অনেকে বলেছিলেন দেশ শ্রীলঙ্কা হয়ে গেল। ইনশাআল্লাহ শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেল। রিজার্ভ নামছিল, এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদের পর বেশি রেমিট্যান্স পেয়েছি। ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্ট হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে দেশে গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ায় সরকার। নতুন দর অনুযায়ী, লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন কিনতে হচ্ছে ১১৪ টাকায়। আর প্রতি লিটার অকটেন কিনতে ‍গুনতে হচ্ছে ১৩৫ টাকা। এছাড়া প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭