ইনসাইড গ্রাউন্ড

করে দেখানোর জেদ থাকতে হবে, বললেন এবাদত


প্রকাশ: 16/08/2022


Thumbnail

লাল বলে দ্যুতি ছড়ানোর পর এবার সাদা বল হাতে চ্যালেঞ্জ এবাদত হোসেনের সামনে। জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে অভিষেকে দ্যুতি ছড়ানোর পর প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেলেন এই পেসার। ওয়ান ডে ক্যারিয়ারের শুরুটা ভালো হলেও আরও বড় চ্যালেঞ্জ সামনে রেখে দোহার বিমানে উঠবেন এই ক্রিকেটার। সাদা বলেন নতুন এই চ্যালেঞ্জে জয়ী হতে চেষ্টা নয়,বরং করে দেখানোর জেদ নিয়ে মধ্যপ্রাচ্যে যাবেন তিনি।

এশিয়া কাপের সর্বশেষ চার আসরের তিনটিতেই ফাইনাল খেলেছে টাইগাররা। এর মধ্যে ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া আসরটিও আছে। যদিও সম্প্রতি সংক্ষিপ্ত এই ফরম্যাটের পরিসংখ্যান খুব একটা ভালো নেই লাল-সবুজের দলটির। সর্বশেষ ১৯ ম্যাচে জিতেছে কেবল চারটিতে।

এমন অবস্থায় আসন্ন টুর্নামেন্ট নিয়ে দল কতটা আশাবাদী? লক্ষ্যটাই বা কি থাকছে? আজ (১৬ আগস্ট) মিরপুরে এমন সব প্রশ্নের মুখোমুখি হন এবাদত। বলেন, ‘আমি মনে করি চেষ্টা এক জিনিস আর আমি করে দেখাবো আরেক জিনিস।'

'আমার জীবন থেকে আমি চেষ্টা করবো এই জিনিসটা শেষ, আমি করে দেখাবো, আমরা করবো ইন শা আল্লাহ। আমরা দল হিসেবে ভালো খেলছি না মানে এই না যে আমরা টি-টোয়েন্টি খেলতে পারি না। আমরা অদূর ভবিষ্যতে ভালো দল হয়ে দাঁড়াবো ইন শা আল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়া কাপের। শারজাহ ও দুবাইতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে, বি গ্রুপে টাইগারদের সঙ্গী শ্রীলঙ্কাও। আরব আমিরাতের গরম কোনো সমস্যা হবে কীনা জানতে চাওয়া হয় এবাদতের কাছে।

অবশ্য এসব অজুহাতে একদমই যেতে চাননি টাইগার পেসার। তিনি বলেন, ‘গরম কোনো এক্সকিউজ না, আমাদের দেশেও অনেক গরম। গরম আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। উইকেটটা ওখানে ভালো থাকবে বুদ্ধি করে বল করতে হবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭