ইনসাইড গ্রাউন্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের দু’টি টেস্ট সিরিজ খেলবে ভারত


প্রকাশ: 17/08/2022


Thumbnail

সম্প্রতি নতুন ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছর মার্চে শুরু হতে যাওয়া এই চক্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী চার বছরে দুটি ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২০২৪-২০২৫ মৌসুমে। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সার্কেলের অর্ন্তভুক্ত।

পরবর্তিতে ২০২৫-২০২৬ মৌসুমে ভারত সফর করবে অস্ট্রেলিয়া। এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ সার্কেলের অর্ন্তভুক্ত।

বর্ডার গাভস্কার ট্রফি ছাড়া গত তিন দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেনি ভারত। সর্বশেষ ১৯৯২ সালে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেখানে ৪-০ ব্যবধানে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

আগামী চার বছরে বেশ ব্যাস্ত সময় পার করবে ভারত। আইসিসি কিংবা এসিসি ইভেন্টের বাইরেও বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা। এই সময়ে সাদা পোশাকে ৩৮টি ম্যাচ খেলবে ভারত।

আর এই চার বছরে ৩৯টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি খেলবে ভারত। এই সময়ে কাদের বিপক্ষে ভারত কখন, কোথায় এবং কোন সময়ে খেলবে- সেটাও সর্বশেষ প্রকাশিত এফটিপিতে জানিয়েছে আইসিসি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭