ইনসাইড গ্রাউন্ড

দেশের হয়ে ‘একটি-দুটি’ বিশ্বকাপ জিততে চান রাসেল


প্রকাশ: 17/08/2022


Thumbnail

‘আমার মনে হয় না, দেশের হয়ে খেলতে বলার জন্য লোকের দুয়ারে গিয়ে আমার হাত পাতা উচিত।’ কদিন আগে আন্দ্রে রাসেল-সুনীল নারিনদের নিয়ে আক্ষেপ করে এমনটা বলেছিলেন ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের এমন বক্তব্যের পর রাসেল লিখেছিলেন, ‘আমি চুপ থাকবো।’ তাতে শঙ্কা তৈরি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর না খেলার।

যদিও সেই শঙ্কার মেঘ ‍দূর করেছেন রাসেল নিজেই। স্কাই স্পোর্টসে ধারাভাষ্যকার ড্যারেন স্যামির সঙ্গে আলাপকালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার আশ্বাস দেন রাসেল। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আরও একটি কিংবা দুটি বিশ্বকাপ জিততে চাওয়ার কথাও জানিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে রাসেল বলেন, ‘ব্যাপারটা তো এমন নয় যে আমাকে নতুন করে শুরু করতে হবে। বয়স ৩৪ হয়ে গেছে, দিনশেষে আমি চাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে অন্তত আরও একটি বিশ্বকাপ জিততে, কিংবা দুটি। আমি এখন এই পর্যায়েই আছি, প্রতিটি দিন ধরে ভাবছি।’

চুপ থাকতে চাইলেও কদিন আগে সিমন্সের করা মন্তব্যের উত্তর দিয়েছেন রাসেল। ৩৪ বছর বয়সি এই অলরাউন্ডার জানান, বোর্ডের সঙ্গে তার পরিস্কার আলোচনা ছিল। এদিকে রাসেল দাবি করেছেন, এখন তাকে খারাপ বানিয়ে সমালোচনার মুখে ফেলা হচ্ছে।

রাসেল বলেন, ‘আমি চুপ থাকতে চাই, কারণ আমাদের মধ্যে একটি আলোচনা হয়েছিল এবং সেই আলোচনা ছিল খুবই পরিষ্কার। অথচ এখন আমাকে খারাপ বানানো হচ্ছে, আমাকে দোষ দিয়ে সমালোচনার মুখে ফেলা হচ্ছে…। আমি আসলে এমন কিছুর আশাই করছিলাম। তবে সত্যি বলতে, আমি চুপই থাকব, ড্যারেন!’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭