ইনসাইড বাংলাদেশ

আজ দেশের কোথায় কখন লোডশেডিং


প্রকাশ: 18/08/2022


Thumbnail

দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে গত ১৯ জুলাই থেকে চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। লোডশেডিংয়ের এ শিডিউল পরিবর্তনও হচ্ছে। তাই সরকারের পক্ষ থেকে জনগণের ভোগান্তি কমাতে কোন এলাকায় কখন লোডশেডিং হবে তার সময়সূচি আগেই জানিয়ে দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে দেশের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।    

বিদ্যুতের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, রাজশাহী জোন ও  রংপুর জোন (নেসকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে।

লোডশেডিং শিডিউল:

চট্টগ্রামের লোড শেডিং শিডিউল।

ময়মনসিংহয়ের লোড শেডিং শিডিউল।

কুমিল্লার লোড শেডিং শিডিউল।

সিলেটের লোড শেডিং শিডিউল।

ডিপিডিসি গ্রাহকরা এই লিংকে ক্লিক করুন। 

ডেসকো গ্রাহকরা এই লিংকে ক্লিক করুন। 

ওজোপাডিকোর গ্রাহকরা এই লিংকে ক্লিক করুন। 

নেসকোর রাজশাহী জোনের গ্রাহকরা এই লিংকে ক্লিক করুন। 

নেসকোর রংপুর জোনের গ্রাহকরা এই লিংকে ক্লিক করুন। 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এই লিংকে ক্লিক করুন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭