ইনসাইড বাংলাদেশ

‌'কে-টু' জয় করেই দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন


প্রকাশ: 18/08/2022


Thumbnail

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং বিপৎসংকুল পর্বতশৃঙ্গ ‘কে-টু’ জয় করেই দেশে ফিরেছেন ওয়াসফিয়া নাজরীন। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি ‘কে-টু’ জয় করেন। ওয়াসফিয়াই বাংলাদেশের একমাত্র ‘সেভেন সামিট’ জয়ী পর্বতারোহী। ইতিহাস গড়ে ৩৯ বছর বয়সী ওয়াসফিয়া নাজরীন বুধবার নেপালের কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন। ১৯৫৪ সালের পর কে-টুতে আরোহণ করা ৪০ নারী পর্বতারোহীর একজন তিনি।

দেশে পৌঁছে বনানীতে শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে আসেন ওয়াসফিয়া নাজরীন। এ সময় দুই মাসব্যাপী কারাকোরাম অভিযানের রোমাঞ্চকর যাত্রা নিয়ে কথা বলেন। এ অভিযানে স্পন্সর করে রেনাটা লিমিটেড। 

সংবাদ সম্মেলনে ওয়াসফিয়া নাজরীন বলেন, ‘বাংলাদেশ ৪০-এ পা দেওয়ার সময় আমি সেভেন সামিট জয়ের যাত্রা করি। দেশের ৫০ বছরে আমি কে-টু জয় করতে চেয়েছিলাম। এ লক্ষ্যে ১০ বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে অভিযানের জন্য তৈরি করেছি। এ সাফল্যের জন্য আমার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

কে-টুতে আরোহণের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ‘সবচেয়ে দুর্গম এ পর্বতে আরোহণের সময় বেশ কয়েকবার পাথরে আঘাত পেয়েছি। প্রতি পদক্ষেপে সেখানে মৃত্যুঝুঁকি রয়েছে! এ কারণে একবারেই কে-টু জয় করে ফিরে আসা অল্প পর্বতারোহীর মধ্যে আমিও একজন।’ কারাকোরাম রেঞ্জের কে-টু পর্বত ৮ হাজার ৬১১ মিটার উঁচু এবং এভারেস্টের চেয়েও দুর্গম এ পর্বতচূড়াটি প্রায় পিরামিডসদৃশ ঢাল। অনিশ্চিত আবহাওয়ার এ ‘স্যাভেজ মাউন্টেন’-এর চূড়ায় এখন পর্যন্ত পা রাখতে পেরেছেন মাত্র ৪০০ পর্বতারোহী। ওয়াসফিয়া নাজরীন ২২ জুলাই তাঁর দলের সঙ্গে কে-টু পর্বতশৃঙ্গে আরোহণ করেন। 

এ দলের সদস্য মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা ও নির্মল পুরজাকে নিয়ে ‘১৪ পিকস’ নামে একটি ডকুমেন্টারি করেছে নেটফ্লিক্স।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭