ইনসাইড গ্রাউন্ড

এশিয়া কাপে দেখা মিলবে নতুন বাংলাদেশের


প্রকাশ: 19/08/2022


Thumbnail

টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি অধিনায়কত্বে আনা হয়েছে পরিবর্তন। দলের পরিকল্পনা থেকে শুরু করে ক্রিকেটারদের মানসিকতায়ও পরিবর্তন আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় আসন্ন এশিয়া কাপে নতুন এক বাংলাদেশ দল দেখা যাবে, এমনটাই দাবি করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তামিম টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার পর তৈরি হয় ওপেনিং স্পট নিয়ে জটিলতা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ওপেনিং পজিশনের জন্যই বেশ কয়েকজন ব্যাটারকে দিয়ে চেষ্টা করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এই তালিকায় আছেন মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান কিংবা নাঈম শেখদের মতো ক্রিকেটারের নাম। কেউই তামিম এর নামের প্রতি সুবিচার করতে পারেননি। অথচ আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে তাদের কেউই জায়গা পাননি। ওপেনিং পজিশনের এমন বেহাল দশা দলের একটা খন্ডচিত্র মাত্র।

সর্বশেষ ১৫ ম্যাচের পরিসংখ্যান দেখলে এই ওপেনিং পজিশনে যতজন ব্যাটার খেলেছেন, ততগুলো ম্যাচও জেতেনি বাংলাদেশ। ১৩টি ম্যাচ হারের বিপরীতে টাইগারদের জয় মাত্র ২ ম্যাচে। এই সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের এখনও বেশ কিছু জায়গায় ঘটতি আছে। বিশেষ করে ব্যাটিং বিভাগে তো আরো জটিলতা। নেই পাওয়ার হিটিং ব্যাটসম্যান, নেই দ্রুত গতিতে রান তোলার মত দক্ষতা। তারপরও দলের মানসিকতা এবং পরিকল্পনায় পরিবর্তন এনে নতুন কিছু করতে চায় টিম ম্যানেজমেন্ট।

এই প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, 'টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী না। কি করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই এশিয়া কাপে (দলের) পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি। এতে করে আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।'

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। শুরুটা হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে। এরপর যতই সময় গড়িয়েছে ব্যর্থতার পাল্লা ততটাই ভারী হয়েছে। আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচ জিতে বাছাই পর্ব পার হয় বাংলাদেশ। কিন্তু সুপার টুয়েলভ পর্বে কোনো ম্যাচই জয়ের দেখা পায়নি দল। এই পর্বে সব ম্যাচে ব্যর্থ টাইগারদের অবস্থা ছিল রীতিমতো 'ছেড়ে দে মা, কেঁদে বাঁচি'।

বিশ্বকাপের পর সামনে আরও একটি বড় আসর। তবে দলের সাম্প্রতিক ফর্ম আর সামর্থ্য বিবেচনায় খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই আসন্ন এশিয়া কাপে। গত বিশ্বকাপের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই অনুষ্ঠিত হবে আরব আমিরাতের মাটিতে। যেখানে বাংলাদেশের পরিসংখ্যান কেবলই হতাশার। 

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, 'এশিয়া কাপ কিন্তু বিশ্বকাপের পরেই (বড় আসর)। গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। হঠাৎ করে এখন এত তাড়াতাড়ি বের হতে পারব কিনা জানি না।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭