ইনসাইড বাংলাদেশ

বরগুনায় পুলিশের লাঠিচার্জের ঘটনায় ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ


প্রকাশ: 19/08/2022


Thumbnail

বরগুনায় জাতীয় শোক দিবসের দিনে ছাত্রলীগ কর্মীদের উপর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে লাঠিচার্জ ও সংসদ সদস্যর সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় তদন্ত কমিটি ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ করেছে। 

ডিআইজি এস. এম. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটু বড় রিপোর্ট হচ্ছে যার জন্য সময় প্রয়োজন। বুধবার তদন্ত কমিটি ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ করেছে। বুধবার বরগুনা সার্কিট হাউসে ডিআইজি সাংবাদিকদের বলেন, আমাদের উপর আস্থা রাখুন। যেটা হয়েছে বাড়াবাড়ি হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় ডিআইজি সাংবাদিকদের বলেন, এখনও কাজ চলছে। ইনশাআল্লাহ বৃহস্পতিবারের মধ্য রিপোর্ট তৈরি শেষ হবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রিপোর্টে প্রধান অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলিকে সাময়িক বরখাস্তসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং অন্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ পেশাদারিত্ব রক্ষা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয় সুপারিশ করা হচ্ছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭