ইনসাইড বাংলাদেশ

ভোলায় মেঘনা নদীতে জোয়া‌রের পা‌নি বৃদ্ধি


প্রকাশ: 19/08/2022


Thumbnail

ব‌ঙ্গোপসাগ‌রের সৃষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে উত্তাল হ‌য়ে উ‌ঠে‌ছে ভোলার মেঘনা ও তেতু‌লিয়া নদী পানি। নিম্নচাপের প্রভা‌বে শুক্রবার (১৯ আগস্ট) সকা‌লে মেঘনা নদীর জোয়া‌রের পা‌নি স্বাভা‌বি‌কের চে‌য়ে ১ থে‌কে দেড় ফুট বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে।  

এদি‌কে, সকাল থে‌কে আকাশ বেশ মেঘলা। হালকা থেকে মাঝা‌রি আকারের ঝরো বাতাস বইছে। একই সঙ্গে মাঝে মাঝে গুরিগুরি বৃ‌ষ্টি হ‌চ্ছে। নদীতে অতি জোয়ারের পানিতে চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ত‌বে এ অবস্থায় ভোলার সকল রু‌টে ফে‌রি ও লঞ্চ চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

আবহাওয়া অফিস সূ‌ত্রে জানা জায়, ব‌ঙ্গোপসাগ‌রে ফের এক‌টি লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টি হ‌য়ে‌ছে। সমুদ্রবন্দরগু‌লো‌তে ৩ নম্বর স্থানীয় সর্তক সং‌কেত জা‌রি করা হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, সপ্তাহে সাগরে নিন্মচাপ এবং পূর্ণিমার প্রভাবে অতি জোয়ারের পানিতে গত সপ্তাহে শহর রক্ষা বাঁধের বাইরে যারা বসবাস করছেন এবং চরাঞ্চলের হাজার হাজার মানুষের বাড়িঘর তলিয়ে গেছে। আবারো সেই আশঙ্কা করছেন তারা। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭