ইনসাইড বাংলাদেশ

ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ


প্রকাশ: 19/08/2022


Thumbnail

ভোলায় সকাল থেকে বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ হলেও দুপুর থেকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। যাত্রীদের নিরাপত্তা কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ এবং জেলার অভ্যন্তরীণ সব রুটে ৬৫ ফুটের নিচে সব নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  

শুক্রবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম। 

তিনি বলেন, বৈরী আবহাওয়া, যাত্রীদের নিরাপত্তা এবং নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায়  শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে পরবর্তীকালে নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সকাল থেকে জেলাজুড়ে ভারী বর্ষণ হলেও দুপুর থেকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। উপকূলজুড়ে বিরাজ করছে আতঙ্ক-উৎকণ্ঠা।  

অন্যদিকে, সব মাছ ধরার নৌকা এবং ট্রালকে নিরাপদে আসতে বলেছে প্রশাসন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭