ইনসাইড গ্রাউন্ড

এশিয়া কাপে ভারতই ফেভারিট, দাবি সৌরভের


প্রকাশ: 19/08/2022


Thumbnail

সপ্তাহখানেক পরেই মাঠে গড়াবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এবারের আসরে রোহিত নেতৃত্বাধীন ভারতই ফেভারিট বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এর সঙ্গে সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবি হয়। সাক্ষাৎকারে এবার দল নিয়ে কী মতামত জানতে চাইলে সৌরভ দু-এক্টা টুর্নামেন্ট হারলে কিছুই হয়না জানিয়ে বলেন বলেন, এক-আধটা টুর্নামেন্টে ওটা হতেই পারে। ওসব নিয়ে বেশি চিন্তার কিছু নেই। ভারতীয় দল যথেষ্ট ভাল। আমরা ধারাবাহিকভাবে ভাল খেলেছি। স্বাভাবিকভাবে ফেভারিট হয়েই আমরা নামব। দেখুন, সব টুর্নামেন্টে আপনি জিতবেন সেটা তো হয় না। আমি আশাবাদী এশিয়া কাপে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলব।

এশিয়া কাপের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ আট-নয় বছর ভারত কোনও আইসিসি ট্রফি জেতেনি।

এ বিষয়ে বিসিসিআই সভাপতি বলেন, “জানি। সবাই তো প্রত্যেকবার বিশ্বকাপ জিতবে না। ভারত, ইংল‌্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টিমগুলো যে টুর্নামেন্টেই খেলতে নামুক না কেন, সব সময় ফেভরিট হয়ে নামে। এবারও তাই থাকবে। তবে বিশ্বকাপে সাব-কন্টিনেন্টের বাইরে ভারত সবসময়ই ভাল খেলেছে। অস্ট্রেলিয়াতেও আশা করছি আমরা দারুণ কিছু করব।”



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭