ওয়ার্ল্ড ইনসাইড

জি-২০ সম্মেলনে যাচ্ছেন পুতিন-শি জিনপিং, দেখা হতে পারে বাইডেনের সঙ্গে


প্রকাশ: 19/08/2022


Thumbnail

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেবেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ আগস্ট) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উইদোদো বলেছেন, শি জিনপিং আসবেন। তাছাড়া প্রেসিডেন্ট পুতিনও আসবেন বলে নিশ্চিত করেছেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও উইদোদো দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেছেন।

প্রতিবেদনে বলা হয়, উইদোদোর দাবি যদি সত্যি হয় তাহলে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই হতে যাচ্ছে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনেরও সেখানে যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সম্মেলনটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও দাওয়াত দিয়েছে ইন্দোনেশিয়া। যদিও দেশটি জি২০-এর সদস্য নয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭