ওয়ার্ল্ড ইনসাইড

ব্যক্তিগত ইমেইল ব্যবহারে অভিযুক্ত মাইক পেন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/03/2017


Thumbnail

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর থাকার সময় তিনি ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ‘স্পর্শকাতর বিষয়’ ও ‘হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ে আলোচনা করেছেন।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি সংবাদপত্র ইন্ডিয়ানাপোলিস স্টারের সংগৃহীত ই-মেইলে দেখা গেছে, মাইক  পেন্স কখনো কখনো ‘স্পর্শকাতর বিষয়’ ও ‘হোমল্যান্ড সিকিউরিটি বিষয়’ নিয়ে আলোচনা করতে ওই ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। তবে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আইনে সরকারি কর্মচারীদের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিষিদ্ধ নয়। তবে সাধারণত এগুলো সরকারি তথ্য হিসেবে সংরক্ষণ করার নিয়ম রয়েছে।

ইন্ডিয়ানাপোলিস স্টারের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ মাঝামাঝি মাইক পেন্সের ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। ‘পাবলিক রেকর্ডস’ অনুরোধের আওতায় পত্রিকাটি ই-মেইলগুলো সংগ্রহ করেছে।

সংবাদপরত্রটির অনুসন্ধানের জবাবে ভাইস প্রেসিডেন্টের দপ্তর তাঁর ‘একটি সরকারি ও একটি ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করার’ বিষয়টি নিশ্চিত করেছে। তবে গভর্নর হিসেবে তিনি ই-মেইল ব্যবহারের বিষয়ে ইন্ডিয়ানার আইন পুরোপুরি মেনে চলতেন বলেও জানিয়েছে তারা।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বিষয়টি স্বীকার করে নিলেও এটা ইন্ডিয়ানার আইন বহির্ভূত নয় বলে দাবি করেছেন। এমনকি হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত ইমেল ব্যবহারের মত কোন ঘটনা নয়।

উল্লেখ্য, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ২০১৬ সালের প্রচারণার সময় মাইক পেন্সই সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার নিয়ে তাঁদের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের তীব্র সমালোচনা করেছিলেন।


বাংলা ইনসাইডার/এসএফ/আরএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭