ইনসাইড গ্রাউন্ড

‘২-১ দিনেই সব পাল্টে যাবে এমন ভাবলে ভুল’


প্রকাশ: 20/08/2022


Thumbnail

ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স রাতারাতি বদলে যাবে এমন  সম্ভব না বলেই মনে করেন বররত্মান দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের মতে, আগের চাইতে ভালো খেলতে পারলেই উন্নতি হবে বাংলাদেশের। এ কারণে এশিয়া কাপে নির্দিষ্ট কোনো লক্ষ্য না নিয়ে বরং ভালো কছু করার প্রত্যাশা নিয়ে যাচ্ছেন দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও কোনো উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই বাংলাদেশের। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স তো আরও বাজে। গত দুই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের কাছেও একটানা টি-টোয়েন্টি সিরিজ হারে বাংলাদেশ।

এদিকে আগামী সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। অধিনায়ক হয়েই প্রথম সাকিবের  প্রথম দায়িত্ব দল নিয়ে এশিয়া কাপ আসর। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে অলরাউন্ডারের হাত ধরে বদলে যাবে বাংলাদেশের দলীয় পারফরম্যান্স। তবে সাকিব এও মনে করিয়ে দিলেন ভক্তদের, যে ২-১ দিনে সবকিছু বদলে যাবে না।

তিনি বলেন, 'দেখুন, আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে যেয়ে যেন ভালো কিছু করতে পারি। প্রস্তুতি হিসেবে এগুলো। যদি আমি মনে করি এখনই একদিন-দুইদিনে কিছু পরিবর্তন করে ফেলব বা অন্য কেউ এসে পরিবর্তন করে দিতে পারবে।'

'তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। আমাদের যদি বাস্তবিক চিন্তা আপনি করেন আশা করি আমরা যখন বিশ্বকাপ খেলব, একটা উন্নতি যদি দেখতে পারেন ওইটাই আসলে আমাদের.. (প্রাপ্তি)।'

এশিয়া কাপে নিজেদের গ্রুপে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্ব টপকাতে পারলেই সুপার ফোরে উঠবে সাকিবের দল। আসন্ন এশিয়া কাপে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন সাকিব।

বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, 'দেশকে প্রতিনিধিত্ব করতে পারা তো সবসময় অনেক গর্বের বিষয়। আমি খুবই আনন্দিত, রোমাঞ্চিত এবং নতুন চ্যালেঞ্জের জন্য আমি মনে করি প্রস্তুত।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭