ইনসাইড বাংলাদেশ

আশুলিয়ায় বেশি দামে ডিম বিক্রি, তিন দোকানে অভিযান ও জরিমানা


প্রকাশ: 21/08/2022


Thumbnail

আশুলিয়ায় তিন দোকান মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর।  তারা বেশি দামে ডিম বিক্রি, ডিম মজুদ করে বাজারে সঙ্কট তৈরি করে আসছে ও দোকানে মূল্য তালিকা রাখে না।     

শনিবার (২০ আগস্ট) সকালে আশুলিয়া থানাধীন বাইপাইল বগাবাড়ি বাজার এলাকায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। 

আব্দুল জব্বার মণ্ডল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ডিমের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করেছে। এমন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে ডিম বিক্রি, ডিম মজুদ করে বাজারে সঙ্কট তৈরি ও মূল্য তালিকা না রাখাসহ নানা অভিযোগে আসিফের ডিমের আড়তকে ১ লাখ, এস জে এগ্রো ডিমের আড়তকে ১ লাখ এবং ফয়সাল এন্টারপ্রাইজকে ২ লাখ ৫০ হাজার টাকাসহ ৩ ডিমের আড়তকে সর্বমোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭