ইনসাইড টক

‘দেশে কেউ উচ্ছৃঙ্খলতা করলে আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে’


প্রকাশ: 22/08/2022


Thumbnail

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগ তার সাংগঠনিক কাজ করবে। দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত করছে। আওয়ামী লীগ ঘরে বসে ঘুমাবে ব্যাপারটা এমন নয়। আওয়ামী লীগের রাজনৈতিক দায়িত্ব হলো দেশের মানুষের কল্যাণে যা যা করা দরকার সেই কাজগুলো করা। আমরা সেই কাজগুলো করবো। সে কাজগুলোর করার জন্য আমাদের নেতাকর্মীরা সব সময় যার যার দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকে। সেই দায়িত্বশীল ভূমিকা পালনের কাজটি ঐতিহাসিক দল হিসেবে, বাংলাদেশের মানুষের জনপ্রিয় দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা করে যাবে। প্রতিকূলতা, বাধা-বিপত্তি যাই আসুক না কেন আমাদের কর্মী সমর্থকরা বীরোচিতভাবে, সাহসিকতার সাথে দেশের মানুষের সাথে থেকেই দেশের জন্য কাজ করে থাকে।

২২ আগস্ট থেকে দেশব্যাপী লাগাতার সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের এসব কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন। পাঠকদের জন্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর প্রধান বার্তা সম্পাদক মো. মাহমুদুল হাসান।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির কর্মসূচি তো তাদের কর্মসূচি। সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। তাদের কর্মসূচি নিয়ে আমাদের কোনো মাথাব্যথাও নেই। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে, নির্বাচনী এজেন্ডা রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে সে কাজগুলোই করার জন্য আমরা সব সময় নিজেদের আত্মনিয়োগ করি। আমাদের কনর্সান হলো দেশের মানুষের প্রতি। দেশের মানুষের শান্তি শৃঙ্খলা, উন্নয়ন, অগ্রগতি এগিয়ে নিয়ে যাওয়া। এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত মাথা ঘামাই।

তিনি বলেন, দেশে কেউ উচ্ছৃঙ্খলতা বা অনাসৃষ্টি করলে (বিএনপি-জামায়াত তো এসব করেই, অতীতেও তাদের রেকর্ড আছে) আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের মানুষের পাশে থাকবে। দেশের জনমালের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকবে। কোনো দল যেন দেশে গোলযোগ সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকবে।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। সেটা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা যে যার অবস্থান থেকে মানুষের পাশে থাকবে। সরকার সরকারের অবস্থান থেকে কাজ করবে, আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে কাজ করবে এবং প্রশাসন প্রশাসনের জায়গা থেকে কাজ করবে। আইনশৃঙ্খলা তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব। সেটা তারা পালন করবে। আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, যুব মহিলা লীগ সহ যে সহযোগী সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, আদর্শিকভাবে মানুষের জন্য কাজ করবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭