ওয়ার্ল্ড ইনসাইড

জিডিপিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে সৌদি আরব


প্রকাশ: 22/08/2022


Thumbnail

সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

প্রতিবেদনে বলা হয়েছে, তেলের দাম বাড়ায় চলতি বছর সৌদি আরবের জিডিপি (মোট দেশজ উৎপাদন) ৭ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে।

এদিকে ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির আনুমানিক জিডিপি ধরা হয়েছে ২ দশমিক ৩ শতাংশ যা আগের বছরের (৫ দশমিক ৭ শতাংশ) তুলনায় কম।

২০২০ সালে করোনা মহামারির ধাক্কায় সৌদি আরবের অর্থনীতি সংকুচিত হয়ে ৩ দশমিক ৪ শতাংশে নামে। যুক্তরাষ্ট্রে এই সংকোচন ছিল ২ দশমিক ৩ শতাংশ।
আইএমএফের প্রতিবেদন বলছে, ইউক্রেন যুদ্ধের কারণে সৌদি তেলের বাজার চাঙ্গা। বিভিন্ন দেশে জ্বালানির মূল্য আকাশছোঁয়া। সেই সুযোগ নিচ্ছে সৌদি আরব।

সংস্থাটির প্রতিবেদন অনুসারে, ব্যবসাবান্ধব উদ্যোগসহ আরও কিছু কারণে চলতি বছর সৌদি অর্থনীতি হবে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। তবে তেলের মূল্যবৃদ্ধির অর্থ সৌদি আরব কিভাবে ব্যবহার করে তার ওপরও অনেক কিছু নির্ভর করবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭