ইনসাইড গ্রাউন্ড

‘এশিয়া কাপে সাকিব দুর্দান্ত না খেললে অবাক হবো’


প্রকাশ: 22/08/2022


Thumbnail

আগামী সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের মাঠে গড়াবে এশিয়া কাপের এইবারের আসর।  এই টুর্নামেন্টে সাকিব আল হাসান এর হাত ধরেই বাংলাদেশ দল বদলে যাবে বলে মনে করছেন শেন ওয়াটসন। সাকিব যদি দাপুটে ক্রিকেট না খেলেন  তবে খুবই অবাক হবেন সাবেক এই অজি অলরাউন্ডার।

এইতো কিছুদিন আগের কথা। টি-টোয়েন্টি দলের অধিনায়ক্ত্ব ছিলো মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। পরে জিম্বাবুয়ে সফরে নেতৃত্বে পরিবর্তন আনে (বিসিবি)। নতুন অধিনায়ক হিসেবে অভিষিক্ত হন নুরুল হাসান সোহান।

কিন্তু তিনি ইনজুরিতে থাকায় আবারও নেতৃত্ব বদল করতে বাধ্য হয় বিসিবি। এশিয়া কাপের আগমুহূর্তে দলের দায়িত্বভার পান সাকিব। এই খবরে বেশ আনন্দিত ওয়াটসন।

তিনি বলেন, 'সাকিবের মতো একজন কোয়ালিটিফুল নেতা যখন দায়িত্ব পেয়েছে, এটা তাদের (বাংলাদেশ) দলগতভাবে আরও সুসংঘটিত করবে। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশকে সে আগেও নেতৃত্ব দিয়েছে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বিপিএলে।'

'চাপের মধ্যে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দারুণ। তার একটি বিষয় প্রমাণ করারও আছে। যখন কোনো ক্রিকেটারের নিজেকে প্রমাণের ক্ষেত্র থাকে এবং ভালো করার ক্ষুধা থাকে তখন তারা দাপুটে ক্রিকেট খেলতে থাকে। সে যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে দাপুটে ক্রিকেট না খেলে তাহলে আমি খুবই অবাক হবো।'

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজেকে রাঙিয়ে চলেছেন সাকিব। যা দেখে বরাবরই মুগ্ধ হন ওয়াটসন।

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার আরও বলেন, '৩০ এর উপরে তার গড়, তিন ফরম্যাটেই তার গড় ৩০ এর মাঝে। ১৫ বছর ধরে সবগুলো ফরম্যাটে এই গড় নিয়ে ব্যাটিং করা দারুণ কিছু।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭