ইনসাইড পলিটিক্স

কুষ্টিয়ায় ‘অস্ত্রসহ’ জেলা ছাত্রদলের নেতা আটক


প্রকাশ: 23/08/2022


Thumbnail

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতকে (২২) আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

সোমবার (২২ আগস্ট) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি সেক্টরের কাছ থেকে তাকে আটক করা হয়। 

কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তবে খন্দকার তসলিম নিশাতের পিতা খন্দকার টিপু সুলতান দাবি করেছেন, আটকের সময় তার ছেলের কাছ থেকে কোন অস্ত্র ও গুলি পাওয়া যায়নি। তিনি জানান, সোমবার আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে এসে বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে চা পান করছিল নিশাত। সেখান থেকে তাকে ডিবি পুলিশ আটক করে।

নিশাতকে আটক ও অস্ত্র-গুলি উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি-ছাত্রদল নেতারা যখন আন্দোলনে মাঠে নামছে, ঠিক তখনই আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি এ হয়রানি বন্ধসহ আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭