ইনসাইড বাংলাদেশ

প্রতি শুক্রবারে বন্ধ থাকবে ডিএনসিসির যানবাহন


প্রকাশ: 23/08/2022


Thumbnail

এখন থেকে প্রতি শুক্রবারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব কর্মকর্তার অনুকূলে বরাদ্দ ও দাপ্তরিক কাজে নিয়োজিত সব যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি কার্যকর করতে ডিএনসিসির পরিবহন শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। ডিএনসিসির কর্মকর্তা মকবুল হোসাইন জানান, অত্যাবশ্যকীয় জরুরি সেবা সরবরাহ, বর্জ্য পরিবহন ও মশক নিধন কাজে নিয়োজিত যানবাহন এ আদেশের আওতামুক্ত থাকবে।

এর আগে গত ২৫ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের নির্দেশনায় ডিএনসিসি'র প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি অফিস আদেশ জারি করা হয়। 

সেই আদেশে বলা হয়, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে দেওয়া যাবে না। কক্ষে অবস্থানরত অবস্থায় এক ঘণ্টা এসি চালু রেখে পরবর্তী এক ঘণ্টা বন্ধ রাখতে হবে (১ ঘণ্টা এসি চালু রাখা ও ১ ঘণ্টা এসি বন্ধ রাখা)। বৈদ্যুতিক বাতি অর্ধেক সংখ্যক জ্বালাতে হবে। অফিস কক্ষে উপস্থিত না 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭