ওয়ার্ল্ড ইনসাইড

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর মাদক পরীক্ষার ফল নেগেটিভ


প্রকাশ: 23/08/2022


Thumbnail

পার্টিতে নাচের ভিডিও ভাইরালের পর সমালোচনায় পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। বিরোধী দলীয় নেতাদের আহ্বানে মাদক টেস্ট করান সানা মারিন। এবার সানা মারিনের মাদক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফল নেগেটিভ এসেছে। 

সোমবার (২২ আগস্ট) ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আইডা ভালিন বলেন, মারিনের প্রস্রাবের নমুনা নিয়ে কোকেন, অ্যামফেটামিনেস, গাঁজা এবং ওপিওডসের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করা হয়।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রী সানা মারিন যে পরীক্ষা করিয়েছেন, তার ফলাফলে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। একজন চিকিৎসক এতে স্বাক্ষর করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

২০১৯ সালে ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মারিন। পার্টি করার কারণে আগেও সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭