ইনসাইড গ্রাউন্ড

করোনায় আক্রান্ত দ্রাবিড়, তাকে ছাড়াই দুবাই যাচ্ছে দল


প্রকাশ: 23/08/2022


Thumbnail

এশিয়া কাপের উদ্দেশে দুবাইয়ের বিমানে উঠার আগেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতের । বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, কোভিড পজিটিভ হয়েছেন ভারতের প্রধান কোচ।

ফলে আজ দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হচ্ছে না তার। ভারতের সাবেক এই ব্যাটারের পরিবর্তে এশিয়া কাপে ভারতের প্রধান কোচের দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষ্মণকে।

পরপর দু’টো সিরিজে থাকায় এশিয়া কাপের আগে দ্রাবিড়সহ কোচিং প্যানেলের সবাইকে বিশ্রাম দিয়েছিলো বিসিসিআই। যে কারণে জিম্বাবুতে লক্ষ্মণের অধীনে খেলেছে ভারত। সেখানে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা।

এই সফরে কোচের পাশাপাশি বিশ্রামে ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটাররা। ফলে এশিয়া কাপ খেলতে ভারত থেকে দুবাই যাওয়ার কথা রয়েছে তাদের। যতদূর জানা গেছে, আজই (২৩ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতে যাবে ভারত।

এমনকি কজন এরই মধ্যে দেশ ছেড়েছে বলে দাবি করেছে ভারতের গণমাধ্যমগুলো। আগামী ২৮ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাাঠে নামবে ভারত। ‘এ’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণই, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আভেষ খান।

স্ট্যান্ড-বাই: শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল ও দীপক চাহার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭