ওয়ার্ল্ড ইনসাইড

ফিলিপাইনে স্কুল খোলার পরদিন ফের বন্ধ ঘোষণা!


প্রকাশ: 23/08/2022


Thumbnail

মহামারি করোনাভাইরাসের দীর্ঘ বিরতি শেষে সোমবার ফিলিপাইনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলার পরের দিন ক্রান্তীয় ঝড়ের কারণে ফের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) স্কুল বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে।

সিএনএনের খবর সূত্রে জানা যায় , ক্রান্তীয় ঝড়ের কারণে কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে।

খবর অনুসারে, ফিলিপাইনের ফ্লোরিটায় ক্রান্তিও ‘মা’ ঝড় আঘাত হানে। ঝড়ের কারণে মাকোনাকোন ও ইসাবেলা এলাকায় ভূমিধস হয়েছে।

দেশটির আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সব থেকে জনবহুল দ্বীপ উত্তর লুজন এলাকাজুড়ে ভারি থেকে তীব্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বিস্তৃত অঞ্চলজুড়ে বন্য ও ভূমিধসের সতর্কতাও করা হয়েছে। এসব কারণে রাজধানী ম্যানিলাসহ ৬ প্রদেশে মঙ্গলবার থেকে দুদিন সরকারি স্কুলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭