ইনসাইড গ্রাউন্ড

আরব আমিরাতকে হারিয়ে ইতিহাস গড়লো কুয়েত


প্রকাশ: 23/08/2022


Thumbnail

এশিয়া কাপ ক্রিকেটের বাছাইপর্বে চমক দেখিয়েছে কুয়েত। টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১ উইকেটে হারিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের প্রথম জয়ের ইতিহাস গড়লেন কুয়েতের ক্রিকেটারা।

গতকাল আল আমিরাত স্টেডিয়ামে দারুণ এক ঝড়ো ক্যামিও ইনিংস খেলন কুয়েতের এডসন সিলভা। আর এতেই পার্থকয় গড়ে উঠে দুই দলের মধ্যে। সিলভার আট নম্বরে নেমে ১৫ বলে ২৫ রানের ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।

ম্যাচে প্রথমে ব্যাট করতে  নেমে দুর্দান্ত শুরু পেয়েছিলো আরব আমিরাত। চিরাগ সুরির অনবদ্য ইনিংসে ভর করে ১৭৩ রানের বিশাল পুঁজি দাঁড় করায় তারা।

ওপেনিং জুটিতেই ওঠে আসে ৭৮ রান। ২৩ বলে ৩৫ করে আউট হন মোহাম্মদ ওয়াসিম। এদিকে ৬১ বলে ৯টি চার এবং ২টি ছয়ের বিনিময়ে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেন চিরাগ সুরি। এছাড়া ৩৩ রান করেন অরবিন্দ।

আমিরাতের দেয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হাতে নিয়ে ১ বল বাকি থাকতে অনবদ্য জয় ছিনিয়ে নেয় কুয়েত। প্রথম উইকেটে ৫৩ রান যোগ করার পরে কিছুটা খেই হারালেও জয় তুলে নিতে ভুল করেননি কুয়েতের ব্যাটাররা।

ওপেনার রাবিজা সান্দারুয়ান করেন ২৫ বলে ৩৪। তাকে যোগ্য সঙ্গত দেন মিত ভাবসার ২৭ (২১)। ম্যাচের শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন উসমান প্যাটেল ২১ (১৪) এবং এডসন সিলভা ২৫ (১৪)। মূলত তাদের ইনিংসে ভর করেই ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় কুয়েত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭