ক্লাব ইনসাইড

আগামীকাল থেকে জাবিতে নতুন শিডিউলে ক্লাস-পরীক্ষা


প্রকাশ: 23/08/2022


Thumbnail

চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিমিত্তে অফিস ও ক্লাসের (পরীক্ষাসহ) কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। আগামীকাল বুধবার (২৪ আগস্ট) থেকে এই শিডিউল কার্যকর করা হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) জাবির চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্র ও শনিবার উইকেন্ড প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষাসমূহ সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে শেষ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে শ্রেণীকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার অনুরোধ করা হলো। এই আদেশ বুধবার (২৪ আগস্ট) থেকে কার্যকর হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭