ইনসাইড গ্রাউন্ড

রোনালদো ম্যানইউ ছাড়লে খুশিই হবেন ব্রুনো


প্রকাশ: 23/08/2022


Thumbnail

তবে কি শেষ ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায়? এমনিতেই তিনি ক্লাবে থাকবেন কি না, এ নিয়ে ধোঁয়াশা কাটেনি। ম্যানচেস্টার ইউনাইটেডের ফর্ম আর তার পারফর্ম্যান্স আবারও আলোচনায় নিয়ে এসেছে তাকে। এবার রোনালদো প্রসঙ্গে তারই পর্তুগীজ সতীর্থ জানালেন, রোনালদো ক্লাব ছাড়লেই বরং তিনি খুশি হবেন।

সম্প্রতি লিভারপুল ম্যাচের ঠিক আগে এক কলামে যেভাবে একাদশ থেকে ক্রিসচিয়ানোকে সরানোর পরামর্শ দিয়েছিলেন তার সাবেক সতীর্থ ওয়েইন রুনি। ঠিক তেমন ভাবেই তার বর্তমান ক্লাব ও জাতীয় দল সতীর্থ ব্রুনো ফের্নান্দেজ জানালেন, রোনালদো দল ছাড়তে তিনি বেশ খুশিই হবেন। 

চলতি মৌসুমের শুরু থেকেই ইউনাইটেড ছাড়ার চেষ্টায় আছেন রোনালদো। চেষ্টাও করেছেন বিভিন্নভাবে, তবে সফলতা মেলেনি তার। বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদসহ একাধিক ক্লাব জানিয়েছে তারা রোনালদোকে চায় না।

ফলে আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তার খেলার সম্ভাবনা বেজায় কমে আসছে। সময়ও বেশি নেই তার হাতে। ক্যাননা আগস্টেই শেষ দলবদল মৌসুম।

সম্প্রতি ইলেভেন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুনো বলেন, ‘অনেক রকমের জল্পনা কল্পনাই আছে। তবে এই বিষয়ে রোনালদোর চেয়ে ভালো কেউ বলতে পারবে না। আমি অল্পস্বল্প জেনে থাকতে পারি, তবে আমি এটা বলতে পারি না।’

দিন কয়েক আগে অবশ্য রোনালদো বলেছিলেন সব গুঞ্জনের জবাব তিনি নিজেই দেবেন। সেই সাক্ষাৎকারটা ছাপা হয়নি এখনো। তবে ব্রুনো তার অপেক্ষাই করতে বললেন, ‘এখন তিনি ইউনাইটেডের খেলোয়াড়, তিনি ক্লাব ছাড়বেন কি ছাড়বেন না, তার ভবিষ্যৎ কী হবে তা আমি জানি না। তিনি যেমন বলেছেন, শিগগিরই তিনি কথা বলবেন, তখনই তার কথা ও তার বক্তব্য শুনতে পারবেন তারা।’ 

রোনালদোকে নিয়ে গুঞ্জন একাধিক ইউরোপীয় ক্লাব প্রত্যাখ্যান করেছে প্রকাশ্যে। ব্রুনোর মনে হচ্ছে এই বিষয়টাও ঠিক সত্য নয়। তিনি বলেন, ‘রোনালদোকে রেখে দেওয়ার চেষ্টা করা হয়নি বা রোনালদোর জন্য বাইরের কোনো ক্লাবই তাকে দলে চাইছে না, এমনটা আমার মনে হয় না। তিনি আরও অনেক বছর শীর্ষ পর্যায়ে চালিয়ে যেতে পারবেন। অনেক অনেক গোলও করতে পারবেন। তবে এটা তার সিদ্ধান্ত, সেটাকে আমাদের সম্মান দিতে হবে। ’  

এরপরই তিনি জানান, রোনালদো দল ছাড়লেও অখুশি হবেন না তিনি। তার ভাষ্য, ‘যদি তিনি দলে থেকে যান, তাহলে আমরা খুশিই হব। যদি তিনি নিজের জন্য ভালো মনে করে দল ছাড়তে চান, তাহলেও আমি ব্যক্তিগতভাবে খুশিই হব। তিনি ভালো থাকুন, শীর্ষ মানের ফুটবল খেলুন, আমাদের দেশকে গর্বিত করুন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭