কালার ইনসাইড

আজ সৌমিত্র চট্রোপাধ্যায়ের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/01/2018


Thumbnail

বাংলা চলচ্চিত্রের বটবৃক্ষসম অভিনেতা সৌমিত্র চট্রোপাধ্যায়। বয়স আশি পেরুলেও পর্দায় তাঁর সরব উপস্থিতি এখনো মনে তোলপাড় ঘটায়। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি তৎকালীন পূর্ব বঙ্গের শিলাইদহের কাছে কয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই বর্ষীয়ান অভিনেতা। আজ তাঁর ৮৪ তম জন্মদিন। লেখাপড়া করেছেন সাহিত্য নিয়ে। তিনি শুধু একজন অভিনেতাই নন, একাধারে একজন পরিচালক, নাট্যকার, কবি, আবৃত্তিকার ও চিত্রশিল্পী।

কিংবদন্তী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে সৌমিত্রের। একসময় সত্যজিৎ রায়ের রহস্য রোমাঞ্চ সিরিজ ‘ফেলুদা’ তাঁকে ছাড়া কল্পনাও করা যেত না। পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি ছবির মধ্যে ১৪টি ছবিতে কাজ করেছেন তিনি। পরবর্তীতে মৃণাল সেন, তপন সিং, অজয় করের মতো প্রখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। সৌমিত্র চট্রোপাধ্যায়ের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সোনার কেল্লা, হিরক রাজার দেশে, অপুর সংসার, অরণ্যের দিন রাত্রি, অশনি সংকেত, শাখাপ্রশাখা, সাত পাকে বাঁধা। চলচ্চিত্রে অসামান্য অবদান স্বরূপ সত্তরের দশকে ‘পদ্মশ্রী’ পুরস্কার জিতলেও তা গ্রহণ করেন নি সৌমিত্র চট্রোপাধ্যায়। এছাড়া তিনি ফ্রান্সের সর্বোচ্চ সন্মান অফিসার দেস আর্টস এট মেটেয়ার্স, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য সন্মাননা অর্জন করেন। জন্মদিনে এই চৌকস অভিনেতার প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।

বাংলা ইনসাইডার/ এইচপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭