ইনসাইড গ্রাউন্ড

প্রস্তুতি ম্যাচ ছাড়াই সাফ খেলতে যাচ্ছে সাবিনারা


প্রকাশ: 23/08/2022


Thumbnail

সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রস্তুতি ম্যাচ খেলানোর জন্য বহু চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর জন্য বেশ কয়েকটী দেশের সাথে কথা বলার পর আরব আমিরাত আসার কথা জানালেও শেষ পর্যন্ত বাতিল করেছে তারা। ফলে প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই আগামী তিন সেপ্টেম্বর নেপাল যাচ্ছে নারী ফুটবল দল।

বাফুফে ওমেন্স ফুটবল কমিটির আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সভার আয়োজন করে। নেপালে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ এবং আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হয় সভায়। সভায় দুই টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেছেন কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

আগামী ৬ সেপ্টেম্বর নেপালে কাঠমান্ডুতে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ 'এ' গ্রুপে খেলবে। এই গ্রুপে ভারত থাকলেও তারা খেলতে পারবে কিনা সে সিদ্ধান্ত জানা যাবে বুধবার।

ফিফা ভারতকে সাসপেন্ড করায় নারী সাফে তাদের খেলা অনিশ্চিত। ভারতের জন্য মঙ্গলবার পর্যন্তই অপেক্ষা করবে সাফ। ভারত খেলতে না পারলে 'এ' গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকবে পাকিস্তান ও মালদ্বীপ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭