ইনসাইড বাংলাদেশ

আজ থেকে সকাল ৮ টায় শুরু সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস


প্রকাশ: 24/08/2022


Thumbnail

দেশের জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্বশাসিত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আজ বুধবার (২৪ আগস্ট) থেকে এই নতুন নিয়মে অফিস করতে হবে সবাইকে।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস চলবে। যা আগে ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নতুন নিয়মে অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। 

ব্যাংকসমূহ ৯টা থেকে ৪টা পর্যন্ত চালু থাকবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়টি সরকারকে নিশ্চিত করেছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্র-শনি দুই দিন বন্ধ থাকবে।

সারাদেশে আমনের সেচ নিশ্চিত করার জন্য মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আগামী ১২-১৫ দিন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। যাতে সেচে কোনও ধরণের অসুবিধা না হয়। বুধবার থেকেই এটা চালু হবে। 

এছাড়া আদালতসমূহ সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চালু থাকে। তবে ঢাকা মেডিক্যাল কলেজ এর আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭