ইনসাইড বাংলাদেশ

রাঙ্গামাটিতে জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি


প্রকাশ: 24/08/2022


Thumbnail

রাঙ্গামাটিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে রাঙ্গামাটির লংগদুর দুর্গম কাট্টলী এলাকায় দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে শ্যামল চাকমা নামে ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, লংগদুর ছোট কাট্টলীতে ইউপিডিএফের সদস্যরা অবস্থানকালে জেএসএসের সদস্যরা অতর্কিত হামলা করে। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফের একজন কর্মী নিহত হয়েছেন।

এ ঘটনার জন্য সন্তু লারমাকে দায়ী করে তিনি বলেন, সন্তু লারমা ভাতৃঘাতী সংঘাতকে উসকে দিচ্ছেন। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মারুফ আহমেদ বলেন, গতকাল রাতে গোলাগুলি হয়েছে বলে নিশ্চিত হয়েছি। তবে কেউ নিহত হয়েছেন কিনা সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। তারা পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারব। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭