ইনসাইড বাংলাদেশ

বরিশালে নৌযান শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রকাশ: 24/08/2022


Thumbnail

নিয়োগপত্র, পরিচয়পত্র, বেতন সর্বনিম্ন ২০ হাজার টাকা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে ১০ লাখ টাকার ক্ষতিপূরণসহ ১০টি দাবি নিয়ে বরিশালে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।

বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের ব্যানারে বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নদী বন্দরে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় শাখার সভাপতি শেখ আবুল হাসেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় শাখার সিনিয়র সহসভাপতি মাস্টার মো. একিন আলী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ড্রাইভার আবু সাঈদ এবং বিভাগীয় কমিটির সহ-সম্পাদক বজলুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকরা দিশেহারা। সবশেষ ২০১৬ সালে মজুরি পুননির্ধারণ করেছিল সরকার। গত ৫/৬ বছরে কয়েক দফা দ্রব্যমূল্য বেড়েছে। মজুরি বাড়েনি। এ কারণে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন তারা। তাই মাসিক সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন নির্ধারণ, নৌযান শ্রমিকদের কল্যাণ তহবিল গঠন, মৃত্যুকালীন ১০ লাখ টাকা ভাতা প্রদানসহ ১০ দফা দাবি তুলে ধরেছেন তারা।

বিআইডব্লিউটিএ’র হিসেব মতে, সারাদেশে নিবন্ধিত নৌযানের সংখ্যা ১৪ হাজার ৮০৫টি। এতে কাজ করে জীবিকা নির্বাহ করছে ২ লাখ ১০ হাজার শ্রমিক। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭