ইনসাইড বাংলাদেশ

আজ ঢাকার ২১ স্কুলে টিকা


প্রকাশ: 25/08/2022


Thumbnail

শিশুদের করোনা টিকাদানের প্রথম দিন আজ ঢাকার দুই সিটি করপোরেশনের ২১ স্কুলে ১৮ হাজার ৭ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের ১৫টি স্কুলের ১৩ হাজার ৯৭২ জন ও দক্ষিণ সিটি করপোরেশনের ৬টি স্কুলের ৪ হাজার ৩৫ শিশু টিকা পাবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেসব স্কুলে টিকা দেওয়া হবে, সেগুলো হলো-আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-১, উত্তরা গার্লস হাই স্কুল জোন-১, পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-২, সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-২, আমতলী স্টাফ ওয়েলফেয়ার বিদ্যালয় জোন-৩, মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-৩, হাজি ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-৪, কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-৪, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-৫, বটমলি হোম বালিকা বিদ্যালয় জোন-৫, কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-৬, দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-৭, ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-৮, ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-১ ও সাতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন ১০।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্কুলগুলো হলো নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-১, বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-২, আজিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-৩, সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-৪, করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন-৫ ও মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দ্বিতীয় ডোজ আট সপ্তাহ পর: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ডোজের আট সপ্তাহ বা ৫৬ দিন পর শিশুদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। পাবে শিশুদের উপযোগী করে বিশেষভাবে তৈরি ফাইজার টিকা প্রতি ডোজে শূন্য দশমিক ২ এমএল পরিমাণ। টিকা নিতে হলে অবশ্যই সুরক্ষা ওয়েবপোর্টা বা অ্যাপের মাধ্যমে ৫-১১ বছর বয়সসীমার শিশুদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনে ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন নাম্বার ব্যবহার করতে হবে।

অধিদপ্তর আরও জানায়, যেসব শিশুর জন্ম সনদপত্র নেই, তাদের জন্মনিবন্ধন করাতে হবে। বিদেশি পাসপোর্টধারী শিশুদের সুরক্ষা  অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। টিকার জন্য কেন্দ্রে টিকা নিবন্ধন কার্ড দেখাতে হবে। একইভাবে পরে স্কুল বহির্ভূত শিশুরাও টিকা পাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭