ইনসাইড বাংলাদেশ

আজ শহীদ আসাদ দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/01/2018


Thumbnail

গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে ১৯৬৯ সালের এই দিনে নিহত হন ছাত্রনেতা আসাদুজ্জামান।

দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। দিবসটিতে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আসাদের মৃত্যুর পর, ছাত্রদের ১১ দফার ভিত্তিতে ঢাকাসহ সারা দেশের মানুষ রাজপথে নেমে আসে। সংঘটিত হয় ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং এই আন্দোলনের মধ্য দিয়েই পতন ঘটে স্বৈরশাসক আইয়ুব খানের।

বাংলা ইনাসাইডার/এসএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭