টেক ইনসাইড

উইন্ডোজে আরও সহজলভ্য হচ্ছে হোয়াটসঅ্যাপ


প্রকাশ: 26/08/2022


Thumbnail

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার নিয়ে এলো তাদের নতুন আপডেট। এবার খুব সহজেই উইন্ডোজে ব্যাবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ।

মাইক্রোসফট উইন্ডোজনির্ভর ডেস্কটপ পিসি ও ল্যাপটপে এবার সরাসরি ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।  এর ফলে উইন্ডোজ ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো, গ্রহণ কিংবা ‘সিংক’ করতে নিজের ফোন আর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত (লিংক) করতে হবে না। অ্যাপটি এবার মাইক্রোসফট স্টোর থেকে উইন্ডোজ ডিভাইসে সরাসরি ডাউনলোড করা যাবে।

এর আগে উইন্ডোজ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের ওয়েবভিত্তিক ডেস্কটপ অ্যাপ ডাউনলোড অথবা যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ঢুকতে হতো। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের ইন্টারফেস আগের চেয়ে খানিকটা স্বচ্ছ হয়েছে। হোয়াটসঅ্যাপ এবার আরও জনপ্রিয় হবে বলে প্রত্যাশা করছে প্ল্যাটফরমটির মূল প্রতিষ্ঠান মেটা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭