ইনসাইড ট্রেড

বাদ পড়লেন ইমরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/01/2018


Thumbnail

ত্রিদেশীয় সিরিজের জন্য নতুন করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, প্রথম দুই ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ছিল বাংলাদেশের। এখন পরের ম্যাচগুলোর জন্য এই সদস্যসংখ্যা কমে ১৫ জন করা  হয়েছে। আগের ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে জানিয়েছেন, `ইমরুল কায়েস থাকছেন না পরের ম্যাচগুলোতে। তার ফিটনেস লেভেল সন্তোষজনক না হওয়ায় ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ দেয়া হয়েছে তাঁকে`।

ইতিমধ্যেই ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ফাইনালে খেললে সব মিলিয়ে আর তিনটি ম্যাচ আছে টাইগারদের। যদিও ১৬ সদস্যের দলে থাকলেও অবশ্য প্রথম দুই ওয়ানডেতে একাদশে জায়গা পাননি ইমরুল। তার বদলে তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করেছেন এনামুল হক বিজয়।

১৫ সদস্যের নতুন বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজয়, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও সানজামুল ইসলাম।


বাংলা ইনসাইডার/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭