ওয়ার্ল্ড ইনসাইড

আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে: মার্কিন যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/01/2018


Thumbnail

রাশিয়া এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্রমাগত হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। এই পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর সুযোগ-সুবিধা আগের থেকে কমে গেছে বলে মনে করছেন তিনি। আর এজন্য মার্কিন প্রতিরক্ষা নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই মন্ত্রী।

ম্যাটিস বলেন, রাশিয়া এবং চীনের মতো বড় শক্তিগুলো ক্রমাগত আমাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাঁরা বিশ্বকে তাঁদের কতৃত্ববাদী ধারণায় নিয়ে যেতে চায়। সেজন্য আমাদের অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। মার্কিন সামরিক বাহনী এখনো অনেক শক্তিশালী উল্লেখ করে ম্যাটিস বলেন, ‘যদ্ধের জন্য আমাদের আকাশ, স্থল, জল এমনকি সাইবারস্পেসে সক্ষমতা কমে গেছে এবং দিনদিন আরও কমছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনও অবশ্য বিষয়টা নিয়ে চিন্তিত। গত কয়েক বছর ধরে মার্কিনদের সামরিক বাজেট কমে যাওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া এই খাতে অর্থ বাড়ানোর কথাও ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয়েছে।

ম্যাটিস বলেন, ‘রাশিয়া এবং চীন বিগত কয়েক বছর ধরে তাঁদের সামরিক বাহিনীর পেছনে অনেক অর্থ খরচ করছে। আমাদেরও বিষয়টি নিয়ে ভাবতে হবে। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলেয়ে আমাদের এই খাতে বিনিয়োগ বাড়াতে হবে।’ তিনি আরও বলেন, আমাদের সৃজনশীল পন্থা, টেকসই বিনিয়োগ এবং সময়োপযোগী সামরিক বাহিনী গঠন করতে হবে যাতে অন্য দেশের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতা করতে পারি।’

বাংলা ইনসাইডার/এমএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭