ইনসাইড গ্রাউন্ড

‘প্রধানমন্ত্রীই আমাদের হেড কোচ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/01/2018


Thumbnail

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলার পর নাজমুল হাসান পাপন ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে অভিনন্দন জানালেন। দলের খেলোয়াড়দেরও প্রশংসা করলেন। ফোন রাখার পর বললেন, ‘আপার (প্রধানমন্ত্রী) ফোন। আমাদের হেড কোচ।’ বলেই হেসে ফেললেন। ব্যাখা করলেন এভাবে ‘আমাদের প্রধানমন্ত্রী একজন ভালো ক্রিকেট বোদ্ধা। এরকম একজন প্রধানমন্ত্রী থাকায় ক্রিকেট এগিয়ে নেওয়া অনেক সহজ হচ্ছে। ’

পাপন বলেন, ‘ক্রিকেট তিনি এত ভালো বোঝেন যে প্রায়ই আমি তাঁর পরামর্শ নিই। হাথুরুসিংহে চলে যাওয়ার পর প্রধানমন্ত্রীই আমাকে তাড়াহুড়ো না করে, সিনিয়র খেলোয়াড়দের উপর আস্থা রাখতে বলেছিলেন।’ পাপন বলেন, ‘মাশরাফি-সাকিব-তামিমকে দায়িত্ব দেওয়ার পরামর্শও তাঁর।’ বিসিবির সভাপতি বলেন, ‘সাকিবকে উপরে খেলানোর চিন্তাটাও প্রধানমন্ত্রীর মাথা থেকেই।’ ক্রিকেট অন্ত:প্রাণ প্রধানমন্ত্রীর কথা বলতে গিয়ে জানালেন, ‘প্রধানমন্ত্রীর ক্রিকেট ব্রেন অনেক শার্প। তিনিই তো আসলে আমাদের হেড কোচ।’

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭