ইনসাইড বাংলাদেশ

কাশিমপুর কারাগারে ভিআইপি অতিথি কে আসছেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/01/2018


Thumbnail

হঠাৎ করেই তোড়জোড় শুরু হয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। গাজীপুরের কাশিমপুরের কারাগারে ঘন ঘন যাচ্ছেন জেল কর্তৃপক্ষের পদস্থরা। নারী ওয়ার্ডের একটি ভিআইপি কক্ষ বানানো হয়েছে। আলাদা বাথরুম, টাইলস লাগানো, কক্ষটি রং করার কাজ শেষ। বন্দী রাখার জন্য প্রস্তুত কারাকক্ষটিতে শেষ মুহূর্তের খুঁটিনাটি কাজ চলছে। কাশিমপুর কারাগারে পুরুষ বন্দীদের জন্য কয়েকটি ভিআইপি কক্ষ থাকলেও নারী বন্দীদের জন্য আলাদা ভিআইপি কক্ষ ছিল না। এই কক্ষটি করা হয়েছে সম্পূর্ণ আলাদা করে। অন্যান্য নারী বন্দীরা এখানে চাইলেও আসতে পারবেন না। কক্ষের সামনে ছোট্ট বাগানও করা হয়েছে। বাগানের পাশে ছোট একটি রান্নাঘরও বানানো হয়েছে। এই কক্ষে যিনি থাকবেন তিনি অন্য কারাবন্দীদের থেকে সম্পূর্ণ আলাদা হয়েই থাকবেন।

কার জন্য এই কক্ষ সাজানো হচ্ছে? এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন কারা কর্তৃপক্ষ। তবে কি ভিআইপি বন্দী হিসেবে এই কক্ষের অতিথি হচ্ছেন বেগম জিয়া?

উল্লেখ্য আগামী ২২, ২৩ ও ২৪ জানুয়ারি জিয়া অরফানেজ মামলার যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে। এরমধ্যেই মামলার কার্যক্রম শেষ হবে। এরপর বিচারক মামলার রায় ঘোষণার দিন ধার্য করবেন।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭