ইনসাইড গ্রাউন্ড

শুরুতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা


প্রকাশ: 27/08/2022


Thumbnail

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। ওভার শেষে রানে উইকেট হারিয়েছে লঙ্কানরা।

প্রথম ওভারেই আসে বড় ধাক্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আফগান পেসার ফজলহক ফারুকির তোপে পড়ে লঙ্কানরা।

ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে ফারুকি ফাঁদে এলবিডব্লিউয়ের হয়ে ফেরেন কুশল মেন্ডিস () আর চারিথ আসালাঙ্কাকে () পরের ওভারে নাভিন উল হকের বলে উইকেটের পেছনে এজ হয়ে আউট হন পাথুম নিশাঙ্কা ()

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ উইকেটে ৪১ রান। উইকেটে আছেন দানুশকা গুনাথিলাকা আর ভানুকা রাজাপাকসে।

এর আগে, ম্যাচে শুরুর হাসিটা হেসেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবীই। টসে জিতেছেন তিনি। নিয়েছেন ফিল্ডিং করার সিদ্ধান্ত।

অনেক দিন ধরেই দুবাইয়ের মাটিতে ক্রিকেট হচ্ছে না। সে কারণেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন নবী। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানালেন, টস জিতলে তিনিও ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতেন।

শ্রীলঙ্কা: দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা

আফগানিস্তান: হজরতুল্লাহ জাজাই, রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, কারিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নাভীন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭