ইনসাইড গ্রাউন্ড

আফগানিস্তানকে ১০৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা


প্রকাশ: 27/08/2022


Thumbnail

এশিয়া কপের উদ্বোধনি ম্যাচে আজ আফগানিস্তানের বোলিং তোপে দিশেহারা দানুশকা ও তার দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় লংকান ইনিংস। জেতার জন্য আফগানিস্তান প্রয়োজন ২০ ওভারে ১০৬ রান।

টসে হেরে শ্রীলঙ্কাকে ব্যাটিং এ পাঠায়রা রাশিদ-নবির দল। ব্যাট হাতে নামলে আফগান বোলিং এর সামনে দাড়াতেই পারেননি লংকান ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ভানুকা রাজাপাকশে (৩৮) ও চামিকা করুনারত্ন (৩১)।

প্রথম ওভারেই আসে বড় ধাক্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আফগান পেসার ফজলহক ফারুকির তোপে পড়ে লঙ্কানরা।

ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে ফারুকি ফাঁদে এলবিডব্লিউয়ের হয়ে ফেরেন কুশল মেন্ডিস (২) আর চারিথ আসালাঙ্কাকে (০)। পরের ওভারে নাভিন উল হকের বলে উইকেটের পেছনে এজ হয়ে আউট হন পাথুম নিশাঙ্কা (৩)।

লেগকাটার না বুঝেই মিডঅনে খেলতে চেয়ে উইকেটের পেছনে এজ হন পাথুম নিশাঙ্কা (৩)। ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা।

ফজলহক ফারুকি নিজের দ্বিতীয় আর লঙ্কান ইনিংসের তৃতীয় ওভারটি দেন মেইডেন। ফলে প্রথম ৩ ওভারে মাত্র ৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।

সেই চাপ কাটিয়ে উঠতে চতুর্থ ওভারে নাভিন উল হকের ওপর চড়াও হন ভানুকা রাজাপাকসে আর দানুশকা গুনাথিলাকা। রাজাপাকসের ছক্কা আর গুনাথিলাকার বাউন্ডারিতে ওই ওভারে ১৩ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

পঞ্চম ওভারে মুজিব উর রহমান দেন মাত্র ৩ রান। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের করা পরের ওভারেই দুটি করে ৪টি চার মেরে ২০ রান তুলে নেন রাজাপাকসে আর গুনাথিলাকা। তাতে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ৪১ রান পায় লঙ্কানরা।

৩১ বলে ৪৪ রানের জুটি গড়েন রাজাপাকসে আর গুনাথিলাকা। কিন্তু দলের রান পঞ্চাশ ছুঁতেই ভুল করে বসেন ধীরগতির গুনাথিলাকা। মুজিব উর রহমানকে রিভার্স সুইপ খেলে ডিপ পয়েন্টে ক্যাচ হন ১৭ বলে ১৭ করা এই ব্যাটার।

আফগান অফস্পিনারের দ্বিতীয় শিকার হাসারাঙ্গা। ৮ বলে মাত্র ২ রান করে মিডঅফে নাবির হাতে ক্যাচ তুলে দেন এই অলরাউন্ডার। ৬০ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা।

দলীয় ৬৪ রানের মাথায় গুরবাজের প্রথম বলেই ক্যাচ আউট হন অধিনায়ক দাসুন শানাকা। তার পরের ওভারেই রান আউট হন দলের সর্বোচ্চ রান সংরহক ভানুকা রাজাপাকশা। ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপরের বলে রাউন আউট হয়ে ফেরেন মাহিস থিকসানা। অল্প রানে তার পিছু নেন মাথিস পাথিরানা। আফগান্দের বোলিং তোপে শেষ পর্যন্ত লড়োলেও ৩১ রানে আউট হন চামিকা।

এর আগে, ম্যাচে শুরুর হাসিটা হেসেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবীই। টসে জিতেছেন তিনি। নিয়েছেন ফিল্ডিং করার সিদ্ধান্ত।

অনেক দিন ধরেই দুবাইয়ের মাটিতে ক্রিকেট হচ্ছে না। সে কারণেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন নবী। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানালেন, টস জিতলে তিনিও ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতেন।

শ্রীলঙ্কা: দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা

আফগানিস্তান: হজরতুল্লাহ জাজাই, রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, কারিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নাভীন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭