ইনসাইড গ্রাউন্ড

আফগানদের জয়ের নায়ক ফারুকি


প্রকাশ: 28/08/2022


Thumbnail

এশিয়া কাপের উদ্বোধনি ম্যাচে আজ শ্রীলংকার বিরুদ্ধে আফগানদের জয়ের বেশিরভাগ কৃতিত্ব বোলারদের। প্রথমে বোলাররা এনে দিলেন দারুণ শুরু। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলেন অল্প রানে। ওই রান টপকাতে নেমেও ব্যাটাররা থাকলেন বিধ্বংসী।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা। আগে ব্যাট করে আফগানদের সামনে ১০৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৫৯ বল হাতে রেখে লক্ষ্য পৌঁছে যায় আফগানিস্তান।

আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারুকিই। মাত্র ১১ রানে ৩ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। এর জন্য ম্যাচসেরা পুরষ্কারটাও উঠেছে তার হাতেই। দুটি করে উইকেট মোহাম্মদ নাবি আর মুজিব উর রহমানের।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রশিদ খানদের আগুন ঝড়ানো বোলিং তোপে ১৯ ওভার ৪ বল খেলে ১০৫ রানে গুটিয়ে যায় লংকান ইনিংস।

১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হজরতউল্লাহ জাজাই আর রহমানুল্লাহ গুরবাজের ওপেনিং জুটিতে ৮৩ রান পেয়ে যায় আফগানিস্তান।

গুরবাজ ১৮ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে হাসারাঙ্গার বলে বোল্ড হলে ভাঙে জুটি। দল যখন জয় থেকে মাত্র ৩ রান দূরে, ইব্রাহিম জাদরান ১৩ বলে ১৫ করে রানআউটের ফাঁদে পড়েন।

তবে জাজাই বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন। ২৮ বলে ৫ বাউন্ডারি আর এক ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। সঙ্গে ২ রানে ছিলেন নাজিবুল্লাহ জাদরান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭