ইনসাইড পলিটিক্স

বিএনপির স্বপ্নভঙ্গ


প্রকাশ: 28/08/2022


Thumbnail

আবারও রাষ্ট্রক্ষমতায় যাওয়ার স্বপ্নভঙ্গ হলো বিএনপির। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চারদিনের সফরে এসেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। তার এ সফরকে কেন্দ্র দেশের মানবাধিকার ইস্যুটি ‘টক অব দ্যা কান্ট্রি’ তে পরিণত হয়েছিল বলে মনে করছেন কোনো কোনো মহল। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও অরাজনৈতিক উভয়ভাবে ব্যাপক আলোচনায় উঠে এসেছিল। বিশেষ করে মিশেল ব্যাচেলেট সফর শেষে ফিরে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করার প্রয়োজনের কথা বলেছিলেন। এতে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিল বিএনপি। মিশেল ব্যাচেলেটের এমন বক্তব্যে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আশার আলো দেখেছিল বিএনপি। দলটি মনে করেছিল যে, মিশেলের এমন বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রতিষ্ঠা পেয়েছে এবং সরকার জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে মিশেলের মতে একটি স্বাধীন কমিশন গঠন করতে বাধ্য হবে। আর এতে সরকারের আসল চরিত্র প্রকাশ হয়ে যাবে। যা বিএনপির সরকার বিরোধী আন্দোলনকে তরান্বিত করবে। ফলে দলটির রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পথ কিছুটা হলেও প্রস্তত হবে। সে লক্ষ্যে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রচারে মাঠে নেমেছিল বিএনপির নেতাকর্মীরা। কিন্তু বিএনপির সে আশায় গুড়ে বালি হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বৃহস্পতিবার গুম-খুনের মতো বিশেষ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেসব দেশে বিরাজমান, সে বিষয়ে এক রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এসব দেশের মধ্যে বাংলাদেশের নাম আসেনি। রিপোর্ট অনুযায়ী জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশিত হয়নি। মিশেলের রিপোর্টে রোহিঙ্গা ইস্যুতে সর্বাধিক গুরুত্ব প্রদান এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার বিষয়ক মানবাধিকারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। আর এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব ক্ষেত্রে নানা যুগান্তকারী অর্জনকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের মানবাধিকার নিয়ে বিএনপি এবং কথিত সুশীল সমাজের অভিযোগগুলো অতিরঞ্জিত হিসেবে প্রমাণিত হলো। যা বিএনপির জন্য একটি বড় ধাক্কা বটে। কারণ দলটির নেতাকর্মীরা মনে করেছিল যে, মিশেলের সঙ্গে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের মধ্য দিয়ে মানবাধিকার ইস্যুটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে সক্ষম হয়েছে দলটি। যা সরকারের জন্য একটি বড় চাপের সৃষ্টি করবে বলে ধারণা ছিল বিএনপির। কিন্তু মিশেলের রিপোর্টে সে রকম কোনো চিত্র উঠে আসেনি। যা বিএনপির স্বপ্নভঙ্গ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭