ইনসাইড বাংলাদেশ

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে কৃষিবিদ ইনষ্টিটিউশনের উপকরণ বিতরণ


প্রকাশ: 28/08/2022


Thumbnail

সাম্প্রতিক সময়ে বন্যায় কুড়িগ্রাম জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেছে কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার কর্মকর্তাবৃন্দ।

রোববার (২৮ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর মৎস্যবীজ উৎপাদন খামারে উপকরণ বিতরণ করা হয়।

কৃষিবিদ ইনষ্টিটিউশন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শাহনাজ বেগম নাজুর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. এ কে এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জনাব কালীপদ রায়, ডা. মো. মোশাররফ হোসেন, ভেটেরিনারি কর্মকর্তা, জেলা প্রাণীসম্পদ হাসপাতাল কুড়িগ্রাম, বিএডিসি কুড়িগ্রামের উপপরিচালক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জোবেদা নারী কল্যান সংস্থা কুড়িগ্রামের অর্থায়নে কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর এবং চিলমারী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ৫০ হাজার তেলাপিয়া মাছের পোনা, ১০০০টি হাসের বাচ্চা এবং ৫০০ প্যাকেট উন্নত জাতের সবজি বীজ বিতরণ করা হয়।

এর আগে, অনুষ্ঠানের শুরুতে ভিসি ড. এ কে এম জাকির হোসেন জেলা মৎস্য বীজ উৎপাদন খামারে একটি সুর্যডিম্ব জাতের আম গাছের চারা রোপণ করেন। পরে অন্য একটি অনুষ্ঠানে ভিসি ড. এ কে এম জাকির হোসেন এবং জেলা মৎস্য কর্মকর্তা জনাব কালীপদ রায়, জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মাছচাষী গোলদার চন্দ্র বিশ্বাসের পুকুরে ১৫০০টি তেলাপিয়া মাছের পোনা, কার্প জাতীয় মাছের পোনা ১০ কেজি, ১০টি হাসের বাচ্চা এবং সবজি বীজ বিতরণ করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭