ওয়ার্ল্ড ইনসাইড

কলম্বিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ২ সাংবাদিক নিহত


প্রকাশ: 29/08/2022


Thumbnail

কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি হাইওয়েতে দুর্বৃত্তদের গুলিতে দুজন সাংবাদিক নিহত হয়েছেন। একটি মোটরসাইকেল থেকে ওই দুই সাংবাদিকের গাড়ি উদ্দেশ্য গুলি করা হয়।

স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) এই ঘটনা ঘটে।  

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, একটি অনলাইন রেডিও স্টেশনের ডিরেক্টর লেইনার মন্টেরো এবং একটি অনলাইন নিউজ ওয়েবসাইটের পরিচালক ডিলিয়া কনট্রেরাসকে মাগডালেনাকে বিভাগের ফান্ডাসিওনের পৌরসভার কাছে হত্যা করা হয়। তখন তারা একটি অনুষ্ঠান থেকে ফিরছিল।  

মাগডালেনার পুলিশ কমান্ডার আন্দ্রেস সেরনা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মন্টেরো এবং আরও কয়েকজনের মধ্যে  মারামারি হয়েছিল। এই ঘটনার পর তারা ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসে। পরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।  

যদিও কর্তৃপক্ষ বলেছে যে হত্যাকাণ্ড সাংবাদিকদের পেশার সাথে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়। হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত তদন্তের দাবি জানিয়েছে দ্য ফাউন্ডেশন ফর প্রেস ফ্রিডম নামের একটি অলাভজনক বেসরকারি সংস্থা।   

সূত্র: এনডিটিভি


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭