ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ নয়, উল্টো শ্রীলঙ্কা পিছিয়ে: নওয়াজ


প্রকাশ: 29/08/2022


Thumbnail

'আফগানিস্তান থেকেও বাংলাদেশ সহজ প্রতিপক্ষ'- দুদিন আগে এমনই মন্তবন্য করেছিলেন  শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার। তার এই মন্তব্যের সঙ্গে মোটেও  একমত নন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নওয়াজ। উল্টো পিছিয়ে রাখছেন নিজেদের দেশের ক্রিকেটকেই!

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ব্যাটে-বলে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। এই ম্যাচে ১০৫ রানে অল আউট হওয়ার পর ৮ উইকেটে হেরেছে লঙ্কানরা। 'বি' গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামী এক সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে এশিয়া কাপের আয়োজকরা।

সুপার ফোর নিশ্চিত করতে হলে লঙ্কানদের সামনে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। এমন ম্যাচের আগেই বাংলাদেশকে রীতিমতো তাচ্ছিল্য করে মন্তব্য করেন শানাকা। যদিও এর সঙ্গে দ্বিমত পোষণ করেন নাভিদ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী এই কোচ বলেন, 'এমন মন্তব‍্যের সঙ্গে একমত হওয়া কঠিন। বাংলাদেশ দলে অনেক প্রতিভা আছে। বাংলাদেশ টি-টোয়েন্টি নিয়মিত খেলে। বিপিএল নিয়মিত হচ্ছে, অনেক বছর ধরে এই টুর্নামেন্ট হচ্ছে। যেটা খেলোয়াড়দের আর্থিক ও ক্রিকেটীয় দক্ষতার দিক থেকে সমৃদ্ধ করেছে।'

'শ্রীলঙ্কা ততটা টি-টোয়েন্টি খেলে না। এখনও এটা নিয়ে তেমন একটা সংস্কৃতি গড়ে উঠেনি। তাই টেস্ট ও ওয়ানডে যতটা ভালো খেলে, টি-টোয়েন্টি ততটা নয়। লঙ্কা প্রিমিয়ার লিগের কেবল একটা আসর হয়েছে। এটা নিয়মিত হলে কয়েক বছরের মধ‍্যে শ্রীলঙ্কা দলও দাঁড়িয়ে যাবে।'

এর আগে শানাকা জানান, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে তার দলের জন্য। এমনকি বাংলাদেশের বোলিং আক্রমণে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ছাড়া আর কোনো বিশ্বমানের বোলার নেই বলেও জানান লঙ্কান অধিনায়ক।

শানাকা বলেন, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। আর বাংলাদেশ দলে (মুস্তাফিজুর রহমান) ফিজ খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এর বাইরে তাদের দলে সেভাবে আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭