ইনসাইড বাংলাদেশ

বাসভাড়া কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই: এনায়েত উল্যাহ


প্রকাশ: 30/08/2022


Thumbnail

জ্বালানি তেলেন দাম লিটারে ৫ টাকা কমিয়ে সরকার। সোমবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হয়। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

জ্বালানি তেলেন দাম কমানোর কারণে বাসভাড়া কমানো হবে কি না সে বিষয়টিও আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে বাসভাড়াও কমানো হবে বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‌‘সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া বাড়ানো হয়েছিল। এখন তেলের দাম লিটারে কমেছে ৫ টাকা। তাই বাসভাড়াও কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই। এ নিয়ে শিগগির বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে। ভাড়া কমাতে আমাদের  আপত্তি নেই।’ 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭